নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
বিজ্ঞাপন
রোববার সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়। কারা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে।
কারা অধিদপ্তরের অতিরিক্ত আইজি প্রিজন কর্নেল ইকবাল হাসান বললেন, তিনি (মান্না) আদালত থেকে জামিন পেয়েছেন। আদালতের আদেশ কারাগারে পৌঁছানোর পর তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে।
বিজ্ঞাপন
সশস্ত্র বাহিনীর সদস্যদের বিদ্রোহে প্ররোচনা দেয়ার অভিযোগে মান্নার বিরুদ্ধে দণ্ডবিধির ১৩১ ধারায় গুলশান থানায় মামলা করে পুলিশ।
এপি/জেএইচ